মামুন উর রশিদ রাসেল বিশেষ প্রতিনিধি: ডোমারে বুদ্ধিজীবী দিবসপালিত। ডোমারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী, ডোমার উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার নুরুন্নবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, জেলা কমান্ডের সহকারী কমান্ডার সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান প্রমূখ।