মোঃ শিবলু রহমান বগুড়া ক্রাইম রিপোর্টার, বগুড়া জেলাঃ শাজাহানপুর উপজেলার ৪নং আড়িয়া ইউনিয়ন পরিষদে টি সি বি কার্ডধারীদের মাঝে টি সি বি পূন্য বিতারণ করা হয়। টি সি বি পূন্য বিতারণের শুভ উদ্ধোধন করেন জনাব আব্দুল বাছেদ প্যানেল চেয়ারম্যান(০১) ও ৪নং ওয়ার্ড সদস্য। আরো উপস্থিত ছিলেন জনাব শাজাহান রেজা ট্যাক অফিসার আড়িয়া ইউনিয়ন ও যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহানপুর উপজেলা বগুড়া। জাহাঙ্গীর আলম মন্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ আড়িয়া ইউনিয়ন শাখা শাজাহানপুর বগুড়া। আব্বাছ আলী সচিব ৪নং আড়িয়া ইউনিয়ন পরিষদ। আসাদুর রহমান সহকারী হিসাব রক্ষক কাম কম্পিউটার আড়িয়া ইউনিয়ন পরিষদ.এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দু।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
বগুড়া শাজাহানপুর উপজেলায় টি সি বি পন্য বিতারণ
RELATED ARTICLES