মামুন উর রশিদ রাসেল বিশেষ প্রতিনিধি:ঢাকা চিলাহাটি ঢাকা রুটে চিলাহাটি এক্সপ্রেস নামে দিবাকালীন ট্রেনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বাঁশিতে ফু দিয়ে সবুজ পতাকা দেখিয়ে চিলাহাটি ঢাকা চলাচলের জন্য চিলাহাটি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির শুভ উদ্বোধন করেন। বহু প্রতীক্ষিত ট্রেনটি উদ্বোধনের সাথে সাথেই উৎফুল্ল জনতা করতালি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান। গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রেল সচিব ড, মোহাম্মদ হুমায়ুন কবীর। এদিকে চিলাহাটি প্রান্তে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের এমপি আসাদুজ্জামান নূর, নীলফামারী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, মহিলা সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলিম, মেয়র কাউন্সিলের সভাপতি ও নীলফামারীর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি মোহাম্মদ আলিম মাহমুদ, রেলওয়ে ডিজি কামরুল আহসান, রেলওয়ের পশ্চিমজনের জিএম অসীম কুমার তালুকদার, সিএমই কুদরতি খুদা, জেডিজি তাবাসসুম হোসেন, রেলওয়ের প্রকল্প পরিচালক আব্দুর রহিম, নীলফামারী জেলা প্রশাসক পংকজ কুমার ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় নেতাকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
বহু প্রতীক্ষিত চিলাহাটি এক্সপ্রেসের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
RELATED ARTICLES