মোঃ আঃ জলিল মন্ডল(ক্রইম)রিপোটার গাইবান্ধাঃ
গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত এক দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে গতকাল সোমবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহিদ, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল আরজু, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু ও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের মানুষ এই স্বৈরাচারী সরকারের আর মুখ দেখতে চায় না। তাই দ্রুত তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করুন, নইলে পালানোর পথ খুঁজে পাবেন না। এক দফা এক দাবি শেখ হাসিনা সরকারের পদত্যাগ চাই।