বন্ধু আল্লাহর দেওয়া সেরা উপহার এমন একটি সম্পর্ক যার রক্ত সংযোগের প্রয়োজন হয় না। হৃদয়ের সংযোগ দ্বারা নির্মিত একটি সত্যিকারের বন্ধুত্ব। সত্যিকারের বন্ধু সেই যারা আপনার খারাপ সময়ে সব সময় আপনার পাশে থাকে। ঠিক তেমনি বন্ধু আমরা কজনা, দীর্ঘ ১৫ বছর পর আমরা সবাই এক হতে চলেছি, মোহাম্মদ আলী জিন্নাহ মানিক জানান, বন্ধু হল আল্লাহ তায়ালার নিয়ামত। সমাজের বড় ভাইয়েরা বন্ধুর মতো হতে পারে, তারই ধারাবাহিকতায় আমাদের ভালোবাসার মানুষ, উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ এনামুল ভাই, সাবেক চেয়ারম্যান, আল আমিন ভাই, মাহমুদ আলী বাবু ভাই, বন্ধু মহলের মধ্যে মিন্টু, খোকন, আরিফ, ইয়াকুব, ইউনুস, লিটন, মঞ্জুরুল, বোরহান, রুহুল,আনোয়ার, মমিন, শাহাদত, হুমায়ুন, রফিকুল, আলতাফ, মালেক,নয়ন , সাইফুল, রেজা, সাইদুর, ছোট ভাই মানসুর,আহমাদ, প্রমুখ ভালোবাসার বন্ধুত্ব।
বন্ধু মিলন ২০২৩