মো: সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ ভাম্যমান প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন শৃঙ্খলা স্থিতিশীল বজায় রাখতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে নানামুখী সমস্যার সমাধানে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপনার মধ্যদিয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ১৫ই জুন বেলকুচি উপজেলা হলরুমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বেলকুচি কমিশনার ভূমি শিবানী সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, ৩নং ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্ম কর্তা ও প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।