চুনিয়া বনানী আচিক সাংস্কৃতিক ক্লাব চুনিয়া, মধুপুর, টাঙ্গাইল। তারিখ: ০৭/০৮/২০২৩
নমস্কার, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টি.ডব্লিউ.এ), মধুপুর উপজেলা শাখা এবং বিশ্ব আদিবাসী দিবস-২০২৩ উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং দেশের সকল আদিবাসী ভাই-বোনদের জানাই আদিবাসী দিবসের শুভেচ্ছা। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, ১ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপনকে কেন্দ্র করে কিছু কুচক্রি মহল বিভিন্ন নিউজ মিডিয়া এবং ফেজবুকে একে অপরকে দোষারোপ করে প্রতিপক্ষ বানাচ্ছে। যা মধুপুর গারো আদিবাসী জনগণকে বিভ্রান্ত ও হতাশ করছে। এটি খুবই হতাশাজনক।সুপ্রিয় আদিবাসী ভাই-বোনেরা, এহেন পরিস্থিতিতে আপনাদের সামনে কিছু সত্য ঘটনা না বললেই নয়। আপনারা হয়তো অনেকেই সত্য ঘটনা সম্পর্কে অবহিত নন। যে বিষয়কে কেন্দ্র করে আছকে বিশ্ব আদিবাসী দিবস দুই জায়গায় পালিত হতে যাচ্ছে। শুনলে হয়তো অনেকেই কষ্ট পাবেন। তারপরও মধুপুরের আদিবাসীদের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে বলতে হচ্ছে।
ঘটনা ১৪ জুলাই, স্থান: জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের আহ্বানে আসি বিন উদযাপন করার জন্য মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং-এ অনেক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে আলোচনা ফলপ্রসু হয় এবং বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে আদিবাসী দিবস উদযাপিত হবে বিবিধে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টি ডব্লিউ.এ), মধুপুর উপজেলা শাখার চেয়ারম্যান একটি প্রস্তাব দেন যে, মধুপুরে স্বঘোষিত একটি চক্র নিজেদের টি.ডব্লিউ.এ বলে দাবী করে; তাদের যেন একই মঞ্চে নাম না ঘোষণা করা হয়। যেহেতু তারাও সমাজে নেতৃত্ব দেন, সুতরাং টি ডব্লিউ এ নাম না ব্যবহার করে অন্য কোন সংগঠনের নামে আসন দেওয়া হোক। যেহেতু মূল স্রোতধারা থেকে তা বাইরে, সুতরাং অন্য কোন নামে তাদেরকে সম্মানিত করা হোক- এই কথা বলার সাথে সাথে নি এ.মু. মি. নেরে নবটি পাগবতসহ উপস্থিত অন্যান্য সংগঠনের প্রতিনিধিগণও একমত পোষণ করেন। কিন্তু জয়েনশাহীর সভাপতি মি. ইউজিন নকরেক দ্বিমত পোষন করে বলেন, এটা আপনাদের সাংগঠনিক বিষয়। মি. ইউজিন নকরেক-এর কথার পরিপ্রক্ষিতে টি.ডব্লিউ, এ, মধুপুর উপজেলা শাখার সিনিয়র ভাইস-চেয়ারম্যান মি.গ্রনাথ মৃ বলেন, আপনি এককভাবে সিদ্ধান্ত না নিয়ে আপনার কমিটির নেতৃবৃন্দ এবং উপদেষ্টাদের নিয়ে বসে সিদ্ধান্ত নেন। আপনারা কোন কোন সংগঠন নিয়ে যৌথ আয়োজন করবেন তা আমাদের ৪/৫ দিনের মধ্যে অবহিত করবেন। যদি আমাদের সংগঠনের ব্যানারে আপনাদের আপত্তি থাকে আমাদের জানাবেন, প্রয়োজনে উভয়কে বাদ রেখে আপনারা অয়েনশাহীর ব্যানারে আয়োজন করবেন। তবুও যাতে আদিবাসী দিবস উদযাপন বিতর্কিত না হয়। সাথে সাথে বাগাছাসও একই কথা তুলে ধরেন।
এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আজিয়ার প্রেসিডেন্ট মি. শ্যামল মানখিন বলেন, যেহেতু জয়েন আবিমার মাতৃ সংগঠন, সুতরাং এই মাতৃ সংগঠনকেই সবাইকে সম্মানিত করে যার যা প্রাপ্য মর্যাদা তাকে সেই মর্যাদার আসনে আসল-নকল যাচাই করে অভিভাবক হিসেবে সংগঠনের সুশৃঙ্খল বজায় রেখে জাতির স্বার্থে কাজ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই, ১০/১২ দিন পার হওয়ার পর আনতে পারি অতার। জয়েনশাহীর সভাপতির নিকট থেকে সমস্যা সমাধান না করে এক প্রকার চুপিসারে টি.ডব্লিউ-এ মূল স্রোতধারারকে বাদ রেখে বিশ্ব আদিবাসী দিবসের প্রস্তুতি নিচ্ছেন। আমরা কখনো আশা করিনি। জয়েনশাহীর সভাপতি মি. ইউজিন নকরেক সমাধানের পরিবর্তে উে নিয়ে রাজার দায়িত্ব পালন করলেন, যা খুবই ঘূর্ণিত বিষয়।
সংগত কারণেই টি. ডব্লিউ.এ আজিয়া, বাস, সু मা সংগঠনকে নিয়ে জরুরী মিটিং-এর মাধ্যমে আলাদাভাবে আদিবাসী দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়। তারপরও মনুপু উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস মঠিনা নকরেকের মাধ্যমে সমঝোতা করার কথা ছিল গত এ আগস্ট কিন্তু তাতেও তারা সাড়া দেননি।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
মধুপুরে সংবাদ সম্মেলন। আঃ আজিজ চৌধুরী মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
RELATED ARTICLES