
সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ১৪ নভেম্বর সোমবার বিনামূল্যে দুই শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসা প্রদান করা হয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এদিন উপজেলা শহরে অবস্থিত আলফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক কতৃপক্ষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা প্রদানের আয়োজন করে। এ দিবস পালন উপলক্ষে আলফা ডিজিটাল ডায়াগনস্টিক ভবনে দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে বিনামূল্যে ২ শত ২৩ জন্য ডায়াবেটিস রোগীর পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন এম বি বি এস ডাঃ মোঃ দেলোয়ার হোসেন।এ সময় উপস্থিত ছিলেন আলফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে পরিচালক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বিমান কুমার সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।