সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সাজ্জাদ আলী আকন্দ (৫০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি জেলার পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের হোসেন আলী আকন্দের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও মহাদেবপুর থানার এসাই জিয়াউর রহমান জিয়া জানান, নিহত সাজ্জাদ আলী আকন্দ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মহাদেবপুর-নওগাঁ পাকা সড়কের মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের পীড়ার মোড় নামক স্থানে পৌঁছলে সাপাহার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে তার মাথার হেলমেট ভেঙ্গে যায় এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার জানান, লাশ উদ্ধার করে নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয় পত্রের সূত্র ধরে নিহতের বাড়িতে খবর দেয়া হয়েছে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
মহাদেবপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
RELATED ARTICLES