সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে অমূল্য কুমার মন্ডল (৪২) নামে এক ধান-চাল ব্যবসায়ীকে উঠিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চকগৌড়ি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে বগুড়ার মোকামতলায় ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা। অমূল্য কুমার মন্ডল নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গুনিগাছ গ্রামের মৃত অতুল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি চকগৌড়ি এলাকায় পূর্ণিমা চাল কল ভাড়া নিয়ে ব্যবসা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) মামুন আক্তার বলেন, নওগাঁ সদর উপজেলার চকগৌড়ি এলাকার পূর্ণিমা চাল কল ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন অমূল্য কুমার। বুধবার দুপুরে নওগাঁর একটি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এমন সময় একটা মাইক্রোবাসে ছিনতাইকারীরা তাকে তুলে নিয়ে যায়। পরে জানতে পারি ছিনতাইকারীরা তাকে বগুড়ার মোকামতলায় ফেলে রেখে চলে গেছে। অমূল্য কুমারের শ্যালক গৌরাঙ্গ মন্ডল জানান, ভগ্নিপতির কাছে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিল। খবর পেয়েছি ছিনতাইকারীরা তাকে বগুড়ায় ফেলে রেখে পালিয়ে গেছে। আমরা তাকে আনতে যাচ্ছি। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে বিভিন্নভাবে ঘটনা উদঘাটনের চেষ্টা করছে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জয়ব্রত পাল বলেন, ‘অমূল্য মন্ডলের সঙ্গে কথা হয়েছে। সে সুস্থ আছেন। আমাদের দুই লাখ টাকার কথা বলেছেন। সে ফিরে আসলে সঠিক বিষয় জানা যাবে। আমরা তদন্ত শুরু করেছি।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
মহাদেবপুরে ব্যবসায়ীকে উঠিয়ে নিয়ে গেল ছিনতাইকারীরা
RELATED ARTICLES