অপরাধদমন নিউজ.২৪ (অনলাইন ডেস্ক)
প্রকাশের সময় : ঢাকা, ৫ই আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি, আপডেট : ১১:৪০:৩৫ পিএম .
ইমরান আহম্মেদ মিঠু (বিশেষ প্রতিনিধি) : রাজধানীর মোহাম্মদপুরে ভূমিদস্যু, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাতীয় প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী।
রোববার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, এলাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তার সহকারি ৩৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব ওরুফে ক্যাসিনো রাজিব ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।
তিনি আরও বলেন, নিজের কষ্টের টাকা দিয়া জমি কিনছি, এহন সন্ত্রাসীগো হাতে সকালে একবার মাইর খাই আর বিকালে একবার দৌড়ানি খাই, একবার পিস্তল দিয়া দৌড়ানি দেয়, আরেকবার বোম মারে। পুলিশের কাছে গেছি, পুলিশ আমারে সান্তনা দেয় আর ঐদিক দিয়া ওরা আমাদের ভয়ভীতি প্রদর্শন করে। এহন আমি কি করুম। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা আমাদের রক্ষা করেন।
আরেক ভুক্তভোগী মোসাঃ আরজুদা বেগম বলেন,আমাদের বাব দাদার সম্পত্তি, পিচ্চি হেলালের বাহিনী দখলের চেষ্টা চালায়। আমরা সন্ত্রাস ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে চাই।
অন্যানো ভুক্তভোগীরা বলেন, জেল থেকে পিচ্চি হেলালের নির্দেশ মফিজ উদ্দিন মফি, তেরেনাম বাবু, জাহিদ মোড়ল, লালা, হেলালের আপন বড়ভাই দিপু এদের নেতৃত্বে আমাদের জমি আত্মসাৎ করতে চায়। আমরা মামলা করেছি। কিন্তু ফল পাই নাই। এজন্য আজ সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সন্ত্রাসীদের হাত হতে বাঁচান ।