মোঃছাইফুল ইসলাম শাহীন রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ মোল্লার পুকুরে বিষ দিয়ে প্রায় ৩লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে। রোববার রাতে কে বা কাহার এই বিষ প্রয়োগ করে। ঘটনাটি ঘটেছে উপজেলার বনমালিকুড়িগ্রামে।পুকুর মালিক আব্দুল আজিজ বলেন,তার বনমালিকুড়ি গ্রামস্থ্য নিজ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দিয়ে চাষ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহার পুকুরে বিষ প্রয়োগ করেছে। সোমবার সকালে পুকুরে গিয়ে দেখতে পান পুকুরের মাছ মরে ভেসে ওঠছে। প্রায় তিন বিঘা পরিমান ওই পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,পুকুরে বিষ প্রয়োগের খবর পেয়ে সেখানে একজন অফিসারকে পাঠানো হয়েছিল। তবে এঘটনায় এখনো কোন লিখিতঅভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
রাণীনগরে চেয়ারম্যানের পুকুরে বিষ দিয়ে প্রায় ৩লক্ষ টাকার মাছ নিধন
RELATED ARTICLES