প্রতিনিধি- এম ডি বাবুল, ভ্রাম্যমাণ প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
নিহত কনস্টেবল কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং নয়া বাজার এলাকার বৃন্দাবনখীল গ্রামের এবিএম সিদ্দিক আহমদ এর পুত্র মারুফুল ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় শুক্রবার ১৭ ই জুন রাত নয় ঘটিকার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস চুনতি বাজার আসলে চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখি বাইক আরোহী পুলিশ কনস্টেবল মারুফকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ঘাতক বাসটি পালিয়ে গেলও হেল্পারকে স্থানীয়রা আটক করে রাখেন।