সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর কেন্দ্রীয় মন্দিরে সনাতন বিদ্যাপীঠ এর উদ্যোগে গীতা দান অনুষ্ঠিত হয়৷ গতকাল ২৩ইং জুন বিকাল চার ঘটিকায় কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরে প্রায় ২০০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গীতা,খাতা,কলম,গীতা স্টান্ড ও মাসিক ধর্ম শাস্ত্র পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস, কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির,সহ-সভাপতি তাপস কুমার ঘোষ,অনিল চন্দ্র মন্ডল সদস্য পুজা উদযাপন পরিষদ মহাদেবপুর,ডাঃ মৌসুমী কুন্ডু,বিশ্বনাথ অধিকারী গোপাল, রতন কুমার মন্ডল- প্রভাষক,টগর দাস-সাঃ সম্পাদক পুজা উদযাপন পরিষদ সদর ইউপি, তনু কুমার দেব -সাঃ সম্পাদক ছাত্রলীগ পরেশ চন্দ্র দাস,শ্যামল দাস,প্রদীপ কুমার মন্ডল,সুমন কুমার সিং,উৎপল ঘোষ,কনক মন্ডল,বিকাশ কুমার,বাপ্পি,সুমন মন্ডল,আকাশ মহন্ত,আকাশ চক্রবর্তী,নানু দাস,সুব্রত মন্ডল ও সনাতন বিদ্যাপীঠের সদস্যবৃন্দ। গীতার আলো ঘরে ঘরে জ্বালো৷ হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে গীতার আলো পৌঁছায় দেওয়া ও ছেলে মেয়েদেরকে গীতার জ্ঞান সম্পর্কে ধারনা দিয়ে যাচ্ছে এই সনাতন বিদ্যাপীঠের কর্মীরা৷