সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর সাপাহার থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ৩শ’ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৮ বোতল ভারতীয় সিরাপ ও ১৬ বোতল ভারতীয় ক্রিমসহ সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা হাড়িপাল গ্রামের ইসলাম আলীর ছেলে।
সাপাহার থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে থানা পুলিশের একটি দল সিরাজুলের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করেন। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
সাপাহারে ৮শ’ ইয়াবা ও ট্যাপেন্ডাসহ মাদক ব্যবসায়ী আটক
RELATED ARTICLES